তুই কেন এলি এই গল্পচিত্রে
ক্ষনিকের দেখা দিয়ে কেন পালালি
হারিয়ে যখন যাবি, তবে কেন আশা দেখালি
ছেড়েই যখন যাবি, তবু কেন হাত মিলালি
তুই কেন এলি


তুই কেন এলি এই কাব্যমালায়
দু:খ যখন দিবি, কেন আশার গান শুনালি
হারিয়ে যখন যাবি, তবে কেন পথ দেখালি
ছেড়েই যখন যাবি, তবুও কেন স্বপ্ন দেখালি...
তুই কেন এলি.


তুই কেন এলি এই পর্বতমালায়!
যেখানে আমি গড়েছি হৃদয়ের পাথুরে মন্দির!
শীতল হাওয়া হয়ে এলি,  তবে কেন মিলিয়ে গেলি!
চলেই যখন যাবি, কেন পাথরের তৈরি হৃদয়কে মোমের মত গলিয়ে গেলি!
শুষ্ক, তপ্ত নিকষ আধার মরুর বুকে কেন পদ্ম ফুটালি!
তুই কেন এলি!