যখন আঁধার জেকে বসে নিস্তব্ধ নগরীতে
সুপ্ত থাকা দুঃখরা জেগে উঠে নিঃশ্বব্দে
তাদের অদৃশ্য চিৎকারে থরথর করে কেপে উঠে জমিন
গুণগুণে মায়াকান্নার রব উঠে হাওয়ায়
বিস্তৃত আকাশ বিদীর্ণ হয়ে যায় লজ্জায়
অনুতাপ, অনুশোচনা, অক্ষমতায়
তুমিময় স্বর্গ নিথর তুমিহীনতায়


অসীম আবেগ, অনিয়ন্ত্রিত ক্রোধ ও মাত্রাহীন ভালবাসায়
ছলছল নয়নে উদাস দৃষ্টি মেলে নিঃশেষ হতে থাকা স্বপ্নে
ছন্দাবৃত মুকুলের প্রস্ফুটিত হওয়ার লগ্নে
অন্তঃরাজ্যের গহীন কোণ থেকে ভেসে আসা একটা দীর্ঘশ্বাস
সবগুলো অর্জন মুহুর্তেই ফিকে হওয়া
তুমিহীনতার গল্পে শুধুই অশ্রুমোচন



চোখের নোনাজলে অংকিত মানচিত্রে
নিকোটিনের তীব্র ধোয়ায় পুড়তে থাকা ফুসফুসে
লোহিত ধারায় ভাসমান একটা লাল মাংসপিন্ড অম্লান
তুমিহীনতার কাব্যে পরাজিত ছন্দমালা..