দয়া করুন, অনুগ্রহ করুন আমাকে
অধিকার চাইবার ধৃষ্টতা নেই আমার কোন কালেই।
যে বীজতলায় আমি জন্ম নিয়েছি কারো অনুগ্রহে,
শুনেছি সেখানে দয়া করে আলো দেয় সূর্য।
গভীর বিষন্নতার মেঘ থেকে ঝরে আসে যে বৃষ্টি,
শুনেছি সে নাকি কারো অনুগ্রহের কান্না।
অঙ্কুরিত হবার জন্য যে জোড়া পল্লব
মাথাটা বাঁকিয়ে রেখেছিল ভূমির কাছাকাছি,
শুনেছি তারও অধিকার ছিল না মাথা তুলে দাঁড়াবার।
বরং সে অনুগ্রহের অপেক্ষায় থেকে থেকে
হঠাৎ একদিন জন্মেছে কারো কৃপায়।
আমার বাড়ন্ত শরীরে দেয়া তিন বেলা খাবার
শুনেছি ওটা আমার অধিকার নয়, ওটা অনুগ্রহ।
আমার পায়ের নিচের মাটি কিংবা চোখের ভেতর ঘুম,
আমার  মাথার উপর ছাদ কিংবা বুকের ভেতর শ্বাস,
ছাদ কিংবা ঘুম, শ্বাস কিংবা মাটি,
মাটি কিংবা জল, জল কিংবা ফুল
শুনেছি ওসব আমার অধিকারের নয়,
ওসব অনুগ্রহের, ওসব দয়ার।


আমাকে অনুগ্রহ করুন, দয়া করুন আমাকে।
যদি সম্ভব হয়, একটু বেশি বেশি অনুগ্রহ করুন।
অনুগ্রহ করে আমাকে দিন একবেলা পূর্ণ অধিকার,
আমি একবেলা পেটপুরে খেতে চাই আমার অধিকারের ভাত।