ঠিক তুমি দেখে নিও ঘাসফুল এসে
ডাহুকের জোড়া চোখ রোজ উঠে হেসে
শালিকের বুক জুড়ে যন্ত্রনা যতো
মায়াবী দিঘির জলে ধুয়ে গেছে ক্ষত
বিকেলের শেষ আলো পেট ভরে খেয়ে
সাতভাই চম্পারা রোজ ওঠে গেয়ে
দেখে নিও ঘাসফুল আসবে যখন
বুনো হাঁস মুখ খুলে বলবে তখন
মাংসাশী পশুগুলো ঘাস খেয়ে বাঁচে
উষ্ণতা পায় তারা এইটুকু আঁচে
পৌষের শেষবেলা হাসিমাখা মুখে
কার চিঠি পড়ে বসে পশ্চিমে ঝুঁকে
বুকজুড়ে দানা ভরে উঠে পড়ে রথে
মানুষই ছিটিয়ে দেয় ভালোবাসা পথে
দানাদার ভালোবাসা পাখি খুঁটে খায়
কেউ নাই সেই পথ পায়ে পিষে যায়
দেখে নিও ঘাসফুল যদি আসো ফিরে
না ফেরা ডাহুক মিশে মানুষের ভীড়ে