ভালোবাসলেই নাকি ছেড়ে দিতে হয়,
লাল-নীল গাংচিল, প্রজাপতি গুলো।
ভালোবাসলেই নাকি মেখে নিতে হয়
হাসিমুখে কাদা-জল, বঞ্চনা ধূলো।


ভালোবাসলেই নাকি বয়ে নিতে হয়,
কাগজের নৌকোতে স্বপ্নের ধান।
ভালোবাসলেই নাকি সঁপে দিতে হয়,
রূপকথার দৈত্যকে ডাহুকের প্রাণ।


ভালোবাসলেই নাকি উড়ে যেতে হয়,
আকাশের বুক ফেঁড়ে মেঘেদের দেশে।
ভালোবাসলেই নাকি ফিরে পেতে হয়,
আহত পাখির ডানা শালিকের বেশে।


ভালোবাসলেই নাকি মেনে নিতে হয়,
পুকুরের জলে ভাসে ইলিশের ছানা।
ভালোবাসলেই নাকি জেনে দিতে হয়,
মাঝরাতে "তারা"দের বসতি ঠিকানা।


"ঘাসফুল" জানো নাকি,
ভালো-বাস-লেই......
ডাহুকের চোখ ভাসে,
নোনা শিশিরেই।।