ঘাসফুল, তুমি কাঁপছো নাকি জ্বরে...?


-কে বললো মিথ্যে কথা,
ঘাসফুলের কি জ্বর হয়..?
সবাই তাকে মাড়িয়ে গেলেও
সে কি কারো পর হয়.....?


ঘাসফুল, তোমার মনটা আছে ভালো তো.?


- ফুলের আবার মন কি বলো..?
মন থাকে তো মানুষের ..।
রঙিন ঘুড়ির মন থাকে কি.?
মন থাকে কি ফানুসের ..?


ঘাসফুল, তোমার চোখের কোণে জল ..?


-ক্যামনে পারো বলতে এসব,
ফুলের কিগো চোখ থাকে..?
ভোরের শিশির জলের মতো,
ফুল ছাড়া কেউ গায়ে মাখে..?


ঘাসফুল, তোমার কপাল একটু ছুঁই..?


- শরীর জুড়েই কপাল আমার,
মাপতে চাইছো গায়ের জ্বর..?
একটু ছুঁয়েই অবুঝ কবি,
বুঝতে চাইছো আপন-পর..?


ঘাসফুল, তোমায় আবার দেখবো কবে..?


- হাত বাড়িয়ে আবার যেদিন ইচ্ছে হবে ছুঁতে,
       পথের ধারে খুঁজো আমার ঘর..।
মিথ্যে হলেও সেদিন জেনো আমার,
       শরীর জুড়ে থাকবে ভীষণ জ্বর...।।