যে জীবন চলে গেছে মুখ বুজে দুপুরের সূর্যটা গিলে
তাই আজ ফিরে পেতে চাই হাসিমুখে,
সেই কাদা জল যদি ফের কভু মিলে
হাত ধরে ডেকে নেব শার্ট খুলে বুকে।
যে চড়ুই জীবন কাটিয়ে গেল ঘর বেঁধে মানুষের ঘরে
ফের যদি তার সাথে হয়ে যায় দেখা,
উত্তর আছে নাকি তার কাছে জেনে নেব পরে
হাজারো মানুষ তবুও, মানুষে মানুষ কেন একা.?
যে সকাল গেঁথে দিতো কলিজায় ফোঁটা ফোঁটা শিশিরের মায়া
ফের যদি ঘুম ভেঙে দেখা পাই তার,
বাজি ধরে আর কারো না মাড়িয়ে ছায়া
তার নাকে চুমু খাবো আরও দুইবার।
যে তুমি তুমি করে মুঠো ভরে জমা হতো জোনাকির আলো
ফের যদি জোড় হাতে তাই ফিরে পাই,
খোদার কসম আমি ভালোবেসে কালো
যে জীবন চলে গেছে,সে জীবনে ফিরে যেতে চাই।।