আমি কার কাছে পেতে দেই বুক
পাঁজরের হাড় খুলে কার হাতে রেখে
আমি কার বুকে পেতে চাই সুখ


আমি কার চোখে জল দেখে কাঁদি
আষাঢ়ের কালো মেঘ কার মুখে দেখে
একমুঠো সাদা ভাত কার মুখে সাধি


আমি কার চুলে বেঁধে দেই মায়া
কপালের ঘাম কার আঁচলেতে মুছে
আমি কার কাছে খুঁজে পাই ছায়া


আমি কার ব্যাথা ঢোক গিলে খাই
অনাদর অপমান কার জলে ধুয়ে
আমি কার নাকে মুখ গুঁজে যাই


আমি কার পিঠে জমা রাখি সুখ
নিরাশার দিনগুলো কার পায়ে ঢেলে
আমি কার কাছে পেতে দেই বুক