মানুষ খুবই সুখে আছে, সরকারকে জানিয়ে দিন,
অনেক আগেই শোধ হয়েছে, মাথাপিছু সকল ঋণ।
বাড়ছে না আর তেলের দাম, চাল লবনও সস্তা খুব,
লঞ্চ ফেরীতে আগুন লেগে, দিচ্ছে না কেউ জলে ডুব।
খুঁজছে না কেউ চাকরি এখন, সব বেকার'ই পাচ্ছে কাজ,
সবাই এখন রাজার মতো, সবার মাথায় মুকুট তাজ।
বছর ত্রিশ বয়স হলেই, বাড়ছে নাকো বয়স আর,
এর ভেতরেই যে যার মতো, গুছিয়ে নিচ্ছে ঘর সবার।
সরকারি সব হাসপাতালে, ডাক্তার ঔষধ অভাব নাই,
ভেজাল ছাড়া খাবার খেয়ে, হচ্ছে নাকো রোগবালাই।
সবাই এখন খাচ্ছে খাবার, তরকারি আর ভাত দিয়ে,
পর্দা বালিশ ব্রিজ কার্লভার্ট, খাচ্ছে না কেউ হাত দিয়ে।
রাজপথে নাই জ্যামের হিড়িক, গড়গড়িয়ে চলছে বাস,
দূর্ঘটনা ঘটছে না আর, পড়ছে না আর নতুন লাশ।
মাগরীবেরই আজান শেষে, দুর্গাপূজার বাজছে ঢাক,
সবাই মিলে দিচ্ছে শ্লোগান, সাম্প্রদায়িক নিপাত যাক।
পুলিশগুলো মারছে মাছি, কোর্টে কোন মামলা নাই,
দেশজুড়ে সব সরকারি লোক, বিরোধীদের হামলা নাই।
গনতন্তের কান্ডারীরা, শান্তি মতো দিচ্ছে ভোট,
সবাই এখন মুজিব সেনা, সবার গায়ে মুজিব কোট।