তোমায় নিয়ে ভাবতে গেলে অর্থনীতি মন্দা যায়
আগুন লাগে তেলের গায়ে, চালের গোলা পোকায় খায়।
তোমায় নিয়ে ভাবতে গেলে ঠান্ডা গায়েও আসে জ্বর,
মানুষ ছাড়াও মনের ভিতর, অন্য কিছুও করে ভর।
তোমায় নিয়ে ভাবতে গেলে দূষিত হয় গঙ্গাজল
বেহেসত্ থেকে আদম পড়ে, ধোকায় খেয়ে মাকাল ফল।
তোমায় নিয়ে ভাবতে গেলে, রাতের চোখে ঘুম নেই
পত্রিকাতে মিথ্যে লাইন, মানুষ কোন গুম নেই।
তোমায় নিয়ে ভাবতে গেলে, মহারাজার সাজার দিন
ওঝার মাথায় হীরার খনি, গোখরা সাপে বাজায় বীণ।
তোমায় নিয়ে ভাবতে গেলে, ছিঃ ছিঃ করে পাড়ার লোক
দাঁত কেলিয়ে রোজই হাসে, একটা মিনি কলার বোগ।
তোমায় নিয়ে ভাবতে গেলে, উপোস কাটে দুপুরে
মানুষ বড়ো হারামজাদা, প্রেম জেগে যায় কুকুরে।
তোমায় নিয়ে ভাবতে গেলে, হরি কাকার বোতল শেষ
মন্ত্রী মশাই গোসসা করেন, আমলা দিল বেচে দেশ।
তোমায় নিয়ে ভাবতে গেলে, গাছ খেয়ে যায় ছাগলে
মিছিল করে মানুষ বলে, কি লিখেছে পাগলে..!!