তুমি যখন লাল কামিজটা পরতে
তখন আমাকে চিঠি লিখতে
আমাকে হাত ধরে ভালোবাসা শেখাতে
আর চোখের ভাষা বোঝাতে
শেখাতে ইশারায় কথা বলতে
আর পাশাপাশি চলতে
তুমি যখন লাল কামিজটা পরতে


তুমি যখন একা ঘুমাতে
তখন আমার স্বপ্ন দেখতে
সন্ধ‍্যে বেলা বাসর গড়তে
ভোর হলে ভেঙে দিতে
আঁধার রাতে আদর দিতে
সকাল হলে ফিরিয়ে নিতে
তুমি যখন একা ঘুমাতে


আজ আমাকে চিঠি লেখ না
শেখাও না কিছু
আজ আমার স্বপ্ন দেখ না
ডাকো না পিছু

শাড়ির ভিড়ে হারিয়ে গেছে কামিজটা
আর ভুলে গেছো
আমাকে দেওয়া প্রমিজটা

আজ আর তুমি আঁধার ঘরে একলা থাকো না
তাই আর কষ্ট করে আমার কথা ভাবো না


আমার জন্য তোমার মনে
নেই আজ কোন শূন্যতা..
আর আমি...??
চেয়ে দেখি তোমার পূর্ণতা....