কেমনে বলি তুমি আমার আপন কেহ নও,
তুমি আমার কেমন তুমি
কেমনে বলি কও.?


তোমায় ছাড়া ভাল্লাগে না
তোমার সাথে বলতে কথা
তিল লাগে গো তাল লাগে না
মরিচ মুখেও ঝাল লাগে না
সবই আমার আজ লাগে গো
কাল লাগে না, কাল লাগে না..।


তুমি আমার বন্ধু নাকো
শত্রুও না
মিত্র নাকো
তুমি আমার কিছুও না


তবু তুমি অনেক কিছু
তোমার পিছু
মাথাপিছু
কাব্য করি
ভরদুপুরে
রোজপ্রভাতে
গভীররাতে
ঘুমের ঘোরে


তুমি আমার বুকের ভেতর
দারুন ব‍্যাথার খচখচানি
কোথায় জানি


তুমি আমার বেলাশেষে
অসময়ের ডাহুক পাখি
ঘুমভাঙ্গানি


তুমি আমার গরম দিনের
মিষ্টি বাতাস
তালের পাখায়


তুমি আমার জোনাক পোকা
লিচুর থোকা
গাছের শাখায়


তুমি আমার অচিনপুরের
বাউল ফকির
সুরের তালে জাদুটোনা


তুমি আমার পদ্মা নদীর
জাটকা ইলিশ
অসময়ে ধরতে মানা


তুমি আমার বিসর্জনের দূর্গাদেবী,
ঈদের মাঠের জায়নামাজে
দুহাত তোলা খোদার পানে


তুমি আমার নামাজ রোজা
উপোস পূজা
ধর্ম কর্ম আপনমনে


কেমনে বলি তুমি আমার আপন কেহ নও.
তুমি আমার কেমন তুমি
কেমনে বলি কও.?


কেমনে বলি তুমি আমার আপন কেহ নও,
তুমি আমার তুমি ছাড়াও
অনেক তুমি হও...