আমি কবিতা লেখার কোন নিয়ম কানুন জানিনা।  কবিতা লিখতে যে মাত্রা, ছন্দ ইত্যাদি পালন করা হয় তার কিছু আমি বুঝিনা।  বলা যেতে পারে, আমি ইচ্ছা করেই শিখে নি।  
আমার এ বিষয়ে ব্যক্তিগত যুক্তি হলো- কোনো কিছুকে নিয়মে বেঁধে ফেললে সেটা পরাধীন হয়ে যায়।  আমি কবিতার স্বাধীনতায় বিশ্বাসী।  তাই কবিতা লেখার নিয়মের বাইরে যদি আমি কবিতা লিখি তবে সেটা কবি সমাজে কতটা গ্রহনযোগ্য হবে?
আমার লেখা যদি শ্রুতিমধুর হয়, সাবলীল হয়,  পাঠক গ্রহনযোগ্যতা পায়, তবে কবিতা


কি সাহিত্য সমাজে গ্রহনযোগ্যতা পাবে?