দূর আকাশের শেষ সীমানা'য় দৃষ্টি দিয়ে দেখো -
রঙধনু'র সাত রংয়ে খুঁজে পা'বে আমায় ।


সাগরের রাশি রাশি ঢেউ'য়ের ভাঁজেও পা'বে আমায়।
তোমার পায়ের তলে প'ড়ে থাকা -- বালু-কণা'র বুকে নজর রেখো ;-
ওখানেও পাবে আমায়।
-
দূর দিগন্তের ক্লান্তি রেখা যখন তোমার দৃষ্টিতে -- ঝাপসা রং মেখে  দেবে।
ক্লান্তি'র নয়নে দেখো -- তোমার শাড়ি'র রক্তিম আঁচলে  :- দেখবে মুখ গুঁজে লুকিয়ে আমি !
-
কেন তোমার পিছে আমি,- হয়ত এ প্রশ্ন পোঁড়ায় তোমায়!
___ সেই শুরু থেকে আজ অবধি -- আমি মিশে আছি তোমার অস্তিত্বে।
তোমার পিছু নেবার প্রশ্ন'ই ওঠে'না -- শূন্যপদ ললনা।



( শূন্যপদ ললনা, ৭।১।২০১৪, খালিশপুর, খুলনা)