লোকটি বেশ ভাল ছিল -- জানাজা নামাজে মুসল্লী'দের উদ্দেশ্যে ইমাম।
সৃষ্টিকর্তার দরবারে সাফাই দিতে হবে, - ইমামের আকুতি !
__ মৃত লোক'টিকে পাঠাতেই হবে -- স্বর্গে -- ইমামের তোড়জোড় !


-


লাশ বহনের খাটিয়া - ইস্পাতের দেহ ; আভিজাত্যের ঝলক,
অথচ,---
        শুয়ে থাকা মৃতব্যক্তি'র মুখ-মন্ডল জুড়ে,  ক্ষুধার্তের ছাপ স্পষ্ট !
-
গির্জার বাহিরে রাখা দাম্ভিক কফিন  ;
দম্ভ নিয়েই গির্জার সম্মুখ :- বেশ কারুকার্যের ছোঁয়া,
অথচ,-
         লাশতনু হাড্ডিসার - অভাবী দূর্ভাগা !
-
শ্মশানে সাজানো - গোছানো - পরিপাটি চিতা।
পাকাপোক্ত কাঠের সারি,  ধরালেই ভস্ম
অথচ,-
      মৃত ঠাকুর বিষন্ন - গৃহ কুটিরে যে দানা নেয় !


মৃত'দের স্বর্গে পাঠাতে আমরা ধর্ম - বর্ন একাট্টা,
কুরআন পাঠ ; বাইবেল আবৃত্তি ; মন্ত্র জপ,
পাঠাতেই হবে তাকে -- ইশ্বরের বাগিচা'তে।


স্বর্গ প্রত্যাশী সেইসব মৃতেরা এসেছিল
পরিচিত দরজায়,- হাত পাততে - বেঁচে থাকতে,
"Go to Hell " - বলে কপাট বন্ধ করেছি সপাট


আজব মনুষ্য !
তাদেরকেই আজ স্বর্গে পাঠাবো বলে,-
জানাজা পড়ছি - সৎকার করছি - কফিনবদ্ধ করছি !
( অথচ, আমাদের ক্ষমতা ছিল পৃথিবীকে স্বর্গ গড়া'র)
-
লোকটি,- ক্ষুধা'র তাড়না'য় মরে গেছে। লোকটি,-
চুরি'র দায়ে গণপিটুনিতে মরে গেছে । লোকটি,-
অভাবের তাড়না'য় মরে গেছে,- তবুও,
বলতে হবে আমাদের,  " লোকটি বেশ ভাল ছিল "।


মূলত : এদের পৃথিবীতে করবার মত কিছু নেয়
কার্যত - এরা বরং স্বর্গে চলে যাক !
-


আসুন, আমরা সকলে মিলে বলি,- "লোকটি বেশ ভাল ছিল।"
স্বর্গে পাঠাতে,- একটা সত্যায়িত সনদপত্র পেশ করি -- ইশ্বর বরাবর !






( সত্যায়িত সনদপত্র, ০৬, ০৫, ২০১৬। খালিশপুর, খুলনা)