লাথি মারি তোর চিন্তা চেতনায়
লাথি মারি তোর ছবি কে
লাথি মারি তোর মন্ত্র দাতা দের
লাথি মারি তোর কবি কে
তুই কবরে যাবি না শ্মশানে যাবি
যেখানে খুশি যা
বাঘিনীর চেয়েও হিংস্র হয়ে
বসে আছি এক মা
যেখানেই দেখি মানুষের জটলা
যেখানেই হৈ চৈ
হরিণীর চেয়েও দ্রুত ছুটে যাই
খোকা কৈ খোকা কৈ
আমার খোকা কৈ, খোকা কৈ !!
এতো আদরে রেখেছি তারে
কখনো দেইনি বকা
বিশ্বাস করে দেশের কাছে
খেয়ে গেছে মহা ধোঁকা।
পাষাণ হৃদয় নিজের স্বার্থে
সোজা কে করলো বাঁকা
শেয়ালের মতো সাইরেন বাজায়
মেরেছি শত পোকা।
কলিজায় আমার আগুন লেগেছে
বিবেক হয়েছে ধংস
কোথায় গেলে পাবো হায়েনা
করবো নির্বংশ।
আমার এক চোখে যতোই আগুন জ্বলুক
আরেক চোখে জল অথৈ
হাউ মাউ করে কাঁদতে কাঁদতে দিগন্তে চেয়ে রই
বুকটা আমার খাঁ খাঁ করে
খোকা কৈ, খোকা কৈ
আমার খোকা কৈ, খোকা কৈ ??