কামনা তোমাকে বলি
তুমি এক গোলাপ কলি
তোমার জন্যে ব্যকুল আকাশ
ব্যকুল সাগর নদী
তোমায় দেখে পাগল হয়ে
কবিতা লিখে কবি ।

তরুণ সেই ছেলেটি
কথা বলতে চায়
তার জন্যে তোমার হাতে
একটু সময় নায় ?

রূপবতী কন্যা তোমায়
বন্ধু ভেবেছিলাম
বিনিময়ে তোমার কাছে
অবহেলা পেলাম ।

ভুল যদি করে থাকি
ভুলের মাসুল দেবো
সামনে কভু যাবো নাকো
দূরে সরে রবো

তরুণ মনের বাসনা
কামনা তুমি বুঝলেনা
বিদায় দাও সাথী
এখানেই টানলাম ইতি ।