অহিদুন্নেছা একাডেমী, এক বাড়ি ছেড়ে অন্য বাড়ি
দুইজন পরিচালক, স্যার ম্যাডামের ছড়াছড়ি
প্লে, বেবি, ওয়ান, ছাত্র-ছাত্রি তে ভরপুর
টু- তেও বেশ ভালো, দুই শাখা করে থ্রি ফোর
চলনসই ভাইভ, এর কোন শাখা নেই
সিক্স, সেভেন, এইট, করুন দশা এখানেই
তিন / দুই / তিন জন, একই ঘরে বসে
বিয়োগ ফলে চিত্র টা পাল্টাবে মাস শেষে
তিন ক্লাসের অনুরোধ, কবিতা একটা লিখতে হবে
যদিও স্যার চলে যান, এটাই মোদের স্মৃতি রবে
ছোট্ট মেয়ে বিথি, কথা খুব কম বলে
একই সাথে যায় আসে, দুই বোন মিলে
কথা আর হাসি, একই সাথে চলে
নাসরিন সবার প্রিয় হবে, শ্বশুর বাড়ি গেলে
ডাগর দুটি চোখ, ঠোঁটে হাসির রেখা
সুন্দর একটা চেহারা, পেয়েছে মল্লিকা
শোভা নামের মেয়েটা, কিছু হতে চায়না
মনে যতোই কথা থাক, মুখে তা কয়না
বুদ্ধি মতি কনিকা, ম্যাডামদের দেখে ভাবে
লেখা পড়া শেষ করে, টিচার হতে হবে
ঠান্ডা মাথার বিল্লাল, কম কথা বলে
প্রতিষ্ঠিত হবে সে, আপন কৌশলে
ডাক্তার হবার স্বপ্ন নিয়ে, পড়ছে ফারজানা
টিচারদের চিকিৎসায়, নাকি টাকা নেবেনা
বয়সে কম লম্বায় বড়, প্রীতি মেয়েটা
মায়া ভরা চোখ তার, মিষ্টি হাসিটা
সবার জন্য দোয়া করি, অনেক বড় হও
পারলে এ স্যার কে, জলদি ভুলে যাও