সেদিন আকাশে চাঁদের আলোর বন্যা
নির্জন পাড়ে বসে একাকিনী কন্যা
দেখছি সেই থেকে রয়েছ চাঁদের দিকে চেয়ে-
                                       কি ভাবছ মেয়ে?


নির্জন ঘাটে একলাটি আনমনা
সারা গায়ে মেখে চাঁদের আলোর কণা
দুচোখে বিষন্নতা মেখে, রয়েছ চাঁদের দিকে চেয়ে-
                                       কি ভাবছ মেয়ে?


কথা দিয়েও কি কথা রাখেনি প্রেমিক
মা-বাবা করেছে অন্যত্র বিয়ের ঠিক
রাত বয়ে যায়,আর কতক্ষন চাঁদের দিকে চেয়ে-
                                        থাকবে বসে মেয়ে?


দখিনা বাতাস নামখানি তার করছে কানাকানি
যার স্মৃতিতে ভরে আছে সদা,তোমার হৃদয়খানি
আর কতকাল রইবে বসে চাঁদের দিকে চেয়ে-
                                        এবার ওঠো মেয়ে!!