সবুজ ধানক্ষেতের ওড়নায়
তোমায় সেই হলুদ প্রজাপতিটার মতো লাগে-
যে প্রজাপতি হয়েই জন্মেছিল
শুঁয়োপোকার ঘৃনা যাকে স্পর্শ করেনি কখনো;
জমকালো রাতের আঙিনায়
লেজারের সমস্ত আলো শুষে নিয়ে-
উজ্জ্বল জ্যোৎস্না হয়ে এলে তুমি
চাঁদের কলঙ্ক যাকে স্পর্শ করেনি কখনো;
যখন একান্তে তোমাকে পাই
গোপন শরীরী খেলায়-
তোমার শরীর থেকে মোম গলে পড়ে
মৌমাছির লালা যাকে স্পর্শ করেনি কখনো;


এই সেদিন পর্যন্ত মেয়েদের সম্পর্কে
এই ছিল আমার ভাবনা-
আমার কাব্য-কল্পনা;
কিন্তু তখনো আমি দেখিনি
ফুটপাথে শায়িত কোন মানবীর শরীর,
অনাহারে অর্ধমৃত;
তার হাড়-জিরজিরে খোলা বুক- নগ্ন ঊরুসন্ধি-
আমাকে থাপ্পড় মেরে নামিয়ে আনলো
রূঢ় বাস্তবের মাটিতে;
চুরমার হয়ে গেল কবির ভাষা...


মেয়েরা তাহলে এমনও হয়!!!