মনে পড়ে সেই ছোট্ট সবুজ
                   গ্রামখানিটির কথা –
মনকে বুঝাই তুই যে অবুঝ
                   বুঝিস নাকো ব্যথা!
ছায়ায় ঘেরা মায়ায় ভরা
                   ছোট্ট মোদের গাঁ –
তার আদরেই আমরা গড়া
                   কেন বুঝিস না!
শাল-পিয়ালের উদাস বনে
                   পুকুরপাড়ের নির্জনেতে –
বসে থাকি আপন মনে
                   ঝরা পাতার আসন পেতে!
জলের ওপর সবুজ ছায়া
                   দিনের শেষের সূর্য ঢলা –
জড়িয়ে ধরে কোন সে মায়া
                   মুখের ভাষায় যায়না বলা!!