দেখা হলেই বলতো সে-
কেমন আছো ?
আর হয়না দেখা ;
কোথায় চলে গেছে একা –
জীবন থেকে চলে যাওয়া
ফিরে যাওয়া
সে এক নবোগতি
কোথায় জীবনের শেষ পরিনতি...


কেমন আছো ?
থমকে গেলাম ।
ভাবনায় পড়লো ছেদ ।
কতকাল হয়নি দেখা –
দৃষ্টিতে হারিয়ে যাওয়া চেনামুখ !
চেয়ে থাকি –
চিনতে পারোনি বুঝি ;
আমি সেই...


কতদিন,
যেন কত যুগ পর দেখা
তুমি আজ নব-পরিণীতা ।
বললাম কেমন আছো ?
ঠোঁটে তার চাপা হাসি
দৃষ্টিতে তীব্র পরিহাস –
আছি, তাই দেখা হল !