একটা চিঠি লিখো আমায় -
গোলাপী রঙের সুগন্ধী কাগজে
তোমার মুক্তোর মত হাতের লেখায়,
লিখো তোমার ইচ্ছে-অনিচ্ছেগুলো সাজিয়ে গুছিয়ে
তারপর তাকে বন্দী করে
পাঠিয়ে দিও নীল খামে;
আমার ঠিকানায়-
ঠিকানাটা মনে আছে তোমার?
গ্রাম হলুদপুর , নাটমন্দিরের পাশে;
একটা বকুলগাছ আছে
ঠিকানায় লিখে দিও তাও,
সবাই চেনে ওটা
মেয়েরা সকাল-বিকেল ফুল কুড়োয়,
মালা গাঁথে-
সাজায় তাদের পুতুল খেলার ঘর;
এখানে একটা ঝিল আছে জানো?
নাম দুধসায়র-
জ্যোৎস্না রাতে সেখানে পরী নেমে আসে
স্নান করে- গান গায়
চারদিক ’ম ’ম করে তাদের জলক্রীড়ায়...


এক কাজ করো না!
তুমিই চলে এসো ছুটিতে-
খুব মজা হবে তাহলে;
কবে আসছ জানিও
চিঠির অপেক্ষায় রইলাম!