তুমি বলেছিলে একটা কবিতা লিখতে-
একান্তই তোমার জন্য
তাতে আর কেউ থাকবে না,
শুধু এক রাজকন্যার গল্প ।
কবি কেমন করে লেখে;
সাদা পাতায় ফুটিয়ে তোলে তার মানস-কল্পনা!
গাছের থেকে সবুজ
আর গোলাপ থেকে লাল রঙ নিয়ে
লিখেছিলাম কবিতাটি;
প্রজাপতিরা দিয়েছিল আরো নানান রঙ-
হৃদয় থেকে খানিকটা ভালোবাসার রঙ নিয়ে
তাকে করেছিলাম আরো জীবন্ত!
আকাশ থেকে মুঠো মুঠো নীল পেড়ে ছন্দ খুঁজেছি তোমার জন্য-
সমূদ্র থেকে তুলে এনেছি মুক্তো;
তারপর তা দিয়ে শব্দের মালা গেঁথে তৈরী সম্পূর্ন একটা কবিতা।
আমার লেখা কাব্য হলে তুমি;
রক্ত-মাংসের নয়-
তাই কাব্যের মাঝেই করলাম তোমায় আপনার!!