অনেকদিন ধরেই ভাবছি কিছু একটা লিখবো-
সেটা কবিতা হতে পারে বা গল্প
অথবা ডায়েরিতে লেখা রোজনামচা,
লেখাটা শুরু করবো বর্তমান সময়ের কিছু আগে থেকেই-
তারপর বয়ে চলা সময়কে ধরবো;
তারপর একদিন...
নদীর মরুভূমিতে পথ হারানোর মত হারিয়ে যাবে,
মরা পাতার মত নিঃশব্দে ঝরে যাবে,
ঝোড়ো হাওয়ার মত খানিক এলোমেলো এদিক ওদিক গিয়ে
হঠাৎ মিলিয়ে যাবে,
ঈশান কোণে মেঘ ভালো করে জমে উঠবার আগেই
হয়তো উড়ে যাবে,
অথবা সেই তারাটির মত;
যে চেয়েছিলো পৃথিবীর নরম বুকে মুখ রাখতে
কিন্তু পৃথিবীর কাছাকাছি আসতেই সে বুঝেছিল
পৃথিবী তো তাকে চায় না,


আর সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল!!