আমি বুঝতে পারছি না যদি আমার কবি বন্ধুদের পাতায় আমি আমার পাতায় আসার আমন্ত্রণ জানাই তাহলে সমস্যাটা কোথায়? প্লিজ কেউ একটু বুঝিয়ে দেবেন?? এর জন্য শাস্তি হিসাবে ৩দিন ব্যান করে দেওয়াটা একটু বাড়াবাড়ি বলে মনে হয় না কি?
আরে দাদা এটা তো advirtisement এরই যুগ।আমি যদি কাউকে না ডাকি ,তাহলে সে আসবে কেন?বিশেষ করে আমাদের মতো অনামী অখ্যাত কবি-লেখকদের পাতায়?? আমি কোন কবিতা লিখে চুপচাপ বসে থাকলে একটাও কমেন্ট পাইনা।অথচ যেই কবি বন্ধুদের কাছে আমন্ত্রণ জানাই,না হোক দু-পাঁচটা কমেন্ট পাই।আর তাতে করে তারা যে বিরক্ত হয়েছেন,এমন হাবভাবও কারো মধ্যে দেখি নাই।তাই মিঃ admin আপনার এত গাত্রদাহ হইবার কারনটা জানালে ভালো হত।একটা সোশাল সাইটে সবাই প্রাপ্তবয়স্ক মানুষ আমরা।স্বাধীনভাবে একটু নিঃখরচায় সাহিত্যচর্চা করতে এসেছি,সেখানে শাস্তিমূলক কোন ব্যাপার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কি??
তাই আমার অনুরোধ এই ব্যাপারটা তুলে দেওয়া হোক।আর অন্যান্য বন্ধুরাও পক্ষে/বিপক্ষে তাদের মতামত জানান প্লিজ।