অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ
তবুও তীব্র অপেক্ষা;
সুদীর্ঘ এক একটি মাসের শেষে
আকুল প্রতীক্ষা!
তারপর প্রতিবারই পড়ে থাকে ধ্বংসস্তুপ!
তখন কিছু দিনের বিরতি;
আবার শুরু হয় প্রচেষ্টা-
আকাঙ্খার তীব্র যন্ত্রণা;
তবু ভালোবাসি।
কেটে যায় একেকটা সঙ্গমের রাত।
আবার আকাঙ্খা!
পড়ে থাকে শূন্য ভাড়ার।
কাটা ফসলের মাঠে আবার বোনা হয়
নতুন বীজ;
অঙ্কুরোদ্গমের আশায় !!