মেঘকে চিঠি পাঠিয়ে বৃষ্টি চেয়েছিলাম -
প্রিয়তমার শরীর ভিজাবো বলে
সে পাঠাবে না, যদি বর্ষা না আসে ;
প্রেমিকার পায়ের পাতা ধোয়াতে চেয়ে -
শিশিরকে ঝরতে বলেছিলাম
তারাও আসেনি শীতকালের অপেক্ষায় ;
ঝড়কে বলে পাঠিয়েছিলাম -
এলোমেলো করে দিতে তার পরিপাটী বেশ
তারাও আসেনি বৈশাখী প্রতীক্ষায় ;
কোকিলকে বার্তা দিলাম প্রেয়সীর মন খারাপে -
সেও বলে পাঠালো গাইবে না গান
যদি বসন্ত না আসে ;


তাই অভিমানী আমি
নিজেই ঝড়, জল, কোকিল এবং শিশির হয়ে
ঝাঁপিয়ে পড়লাম প্রিয়ার মান ভাঙাতে !!