চায়ের কাপের উষ্ণ ধোঁয়ায়
মূহুর্তে মনে পড়ে গেল
সেদিনের তোমার ছোঁয়ায়
কতটা কৃত্রিমতা ছিল!
এমনটা হওয়ার কথা নয় আর;
ভালোবাসা মরে যাওয়ায়
সংসারও হয়ে যায় ছার-খার!
এই শীতের উত্তুরে হাওয়ায়
মরাপাতা ঝরে পড়ে
আহত ডানা-ভাঙ্গা পাখি
তীব্র শীতে জমে মরে
আজন্মের সাথীরাও দেয় চিরতরে ফাঁকি!
তোমার বেতস শরীর
আর আকর্ষণ করেনা আমায়
পাহাড়ী ঝোড়াও এখন স্থবির
বুকে পলি বেঁধে গতিপথ কমায়!
'স্মৃতি সততই সুখের'
একথা বলেছিলো যে,
সে কখনো পায়নি খোঁজ দুঃখের
দিশাহীন দিশা খোঁজে মরিচীকাতে !!