একটা লাল গোলাপের বন্ধুত্ব হ’ল
ছোট্ট পাখির সংগে,
ছোট্ট পাখিটা সারাদিন তার ডালে ডালে উড়ে বেড়াতো
আর গান গাইতো-
আর শোনাতো যত রাজ্যের খবর;
গোলাপ তো আর কোথাও যেতে পারত না
তাই পাখিটাই ছিল তার বাইরের জানালা;
একদিন ছোট্ট পাখি এসে বললো,
জানো মানুষেরা এখন ভালোবাসার দিনের অপেক্ষায়
চারদিকে তারই তোড়জোড়-
গোলাপ মনে মনে ভালোবেসেছিলো পাখিকে,
সে বললো, আচ্ছা কাউকে ভালোবাসলে কি দিতে হয়?
পাখি বললো, টুকটুকে লাল গোলাপ-
‘আমি তো কবেই নিজেকে বিলিয়ে দিয়েছি তোমায়’
গোলাপ ভাবলো।
এমনি করে এসে গেল সেই ভালোবাসার দিন;
একদিন এক প্রেমিকের চোখ পড়লো
সেই লাল গোলাপের দিকে,
‘ইস্‌ কি সুন্দর’-বললো সে
অমনি ছিঁড়ে নিল লাল গোলাপটি!
যন্ত্রণায় কুঁকড়ে গেল সে,
হৃদয়ের রক্তক্ষরণে গোলাপটি হল আরো লাল;
তারপর-


এই ভ্যালেন্টাইন ডে তে প্রেমিকটি তার প্রেয়সীকে দিল
একটি গোলাপের মরদেহ ...