মন খারাপের হলুদ বনে নির্বাসিত মন
সঙ্গী যখন কেউ থাকে না একলাটি দহন ,
জীবন ছিল সরল সোজা সহজপাঠের বই
জটিল অঙ্কে ভরলে জীবন আর পাবি না থই !
জীবন-পথে চলতে গিয়ে হঠাৎ পথের বাঁকে -
কুড়িয়ে পেলাম হারিয়ে যাওয়া রঙিন স্বপ্নটাকে ;
ফাগুন এলো আগুন রাঙা শিমুল-পলাশ বনে
খামখেয়ালী ইচ্ছেরা আজ বেড়ায় আপন মনে -
জ্যোৎস্না-ভেজা পূর্ণিমা চাঁদ মাথা কুটে মরে
এমনি দিনেই তোকে কেন বড্ড মনে পড়ে !