অনেকদিন তোর চিঠি পাই না আর
কাজের অবসরে আর কি লিখিস আগের মতো?
হাবিজাবি আঁকিবুকি
যা লিখতিস তাই কবিতা হয়ে যেত!
সন্ধ্যার অবসরে তোর শেষ চিঠি নিয়ে বসি রোজ
অনেকবার পড়ার পর এখন শুধুই
অক্ষর ছুঁয়ে ছুঁয়ে তোকে ছোঁয়ার ব্যর্থ প্রয়াস!


তারপর পড়ে থাকে কালো রাত
বোবা চাঁদ ;
নির্ঘুম চোখে নেমে আসে অশান্তির ঘুম !!