নতুন প্রেমে পড়া
কিশোরী হৃদয়ের ধুকপুক শব্দের মত
মেঘের গুড়-গুড় ধ্বনি -
আফিমের নেশার মত
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমায় ;
কিশোরীর অনাঘ্রাতা বুকের ঘ্রানের মত
সোঁদা মাটির গন্ধ মনকে চঞ্চল করে ;
পৃথিবীর ফেরোমোনে আকৃষ্ট হয়ে
এগিয়েছিলাম আমিও –
তৃষিত হৃদয়ের তৃষ্ণা মেটাতে !
কিন্তু এত বৃষ্টিতেও শুকনো তোমার মন ;
বাইরের বৃষ্টির ধারা ভেজাতে পারেনি
তোমার অন্তরকে এতটুকুও...


আরো বৃষ্টি নামুক !
ডুবিয়ে দিক পৃথিবী !
চারদিকে সবাই যখন নিমজ্জিত ;
আমি যাব নিশ্চিত আশ্রয়ের ঠিকানায় –
জানি তোমার হৃদয় শুকনো তখনো !!