এক বর্ষায় মন ছুঁই ছুঁই
আর বর্ষায় নদী -
মন যমুনায় পানি ছল ছল
ডুবলো বুঝি হৃদি !
এক বর্ষায় ঘর ভাঙলো
আর বর্ষায় মন –
ভাঙা ঘরে ভাঙা মনের
থাকে শুধু স্মরণ !
এক বর্ষায় আঁখি ছল ছল
কাজলা মেয়ের চোখ –
আর বর্ষায় উপছে পড়ে
সাত জন্মের শোক !
বর্ষা আসে বর্ষা যায়
মাঝে থাকে ধরা –
ধরার বুকে মাটির মানুষ
হৃদয় দিয়ে গড়া !
ডুবলো মানুষ ডুবলো হৃদয়
নীলচে জলের তোড় –
সাত-সমুদ্র উপচে পড়ে
বর্ষা রাত্রি-ভোর !!