এক মুঠো যন্ত্রণা
খানিকটা ঘৃণা
আর একটা নীল বিষফুল
খামে বন্দী করে পাঠিয়েছিলাম তোমার জন্য ;
তুমি পাঠালে গোধুলী আলো
জ্যোৎস্নার রঙ
আর ভোরের আজান ;
আমি পাঠালাম বহুল ব্যবহৃত ভালোবাসা
কুটিল সন্দেহ
আর একটা অবিশ্বাসী মন ;
তুমি পাঠালে পদ্ম-ফোটা ভোর
ধানী রঙের রোদ
আর একটা তিরতিরে নদী ;
আমি পাঠালাম নীলচে দুঃখ
জমে থাকা অভিমান
আর জল ভরা মেঘ ;
তুমি বিছালে আঁচল
পেতে দিলে বুক
আর একটা প্রস্ফুটিত হৃদয় ;


ধীরে ধীরে, কিন্তু নিশ্চিত গতিতে একটা বিবর্তন ঘটে চলেছে !!