কখন ডাক দিয়েছিলো কোকিল
কখন ফুটেছিল ডালে পলাশ ,
আমি টের পাইনি তো কিছু
আমার সারারাত স্বপ্ন-বিলাশ !
কোন দূর রাখালিয়া-বাঁশি
কখন ডেকে চলে গেল ফাগুন ,
আমি টের পাইনি তো কিছু
আজও রাত-’ভর চোখ নির্ঘুম !
কখন তুমি হয়েছিলে রোদ্দুর
কখনো আমি হয়ে যাই মেঘলা
আমি টের পাইনি তো কিছু
কখন হয়ে গেছি ঘোর একলা !
কবে শুরু হয়েছিল পথ-চলা
কবে ভেঙ্গে গিয়েছিলো ভরসা
আমি টের পাইনি তো কিছু
আজ বসন্তেও অকাল-বর্ষা !
কবে ঘুণ ধরেছিলো মজ্জায়
কবে হৃদয়ে হয়েছি নিষিদ্ধ ,
আমি টের পাইনি তো কিছুই
আজও প্রতি রাতে হই বিদ্ধ !