দুপুরে পীঠ পোড়ানো রোদে এসে ছাদে
গানের সুরে উদাস এমন হাওয়ায় উড়ে।


ইচ্ছে হয় ছুঁয়ে জিজ্ঞেসা করি তোমাকে,
সারা-দিনে কি আমার কথা মনে পড়ে?


আমার প্রশ্নের ভেতর একটি দুপুর যেন-
দুই হাত বাড়িয়ে চায় তৃষ্ণার্থ জল ছোঁয়া।


তীব্র রোদ কিনছে বুঝি মেঘেদের ভেলা;
চারিদিকে বিলীন মুক্ত বাতাসের স্তব্ধতা


আর আমি জানি দুপুরে রান্না করনি তুমি
আমারও দুপুরে লেখা হলো না কবিতা..


বিভীষিকা সাজে সময় আমায় বলে যায়
আমাদের প্রিয় বন্ধু অনিঃশেষ নিঃসঙ্গতা!