ঠিকানা?
সে তো বন জঙ্গলে -
যেখানে দূর্বাঘাষে পোকা কিলবিলিয়া চলে;
কিছু উন্মুক্ত উন্মাদ -
মুখোশ খুলে গোল করে বসে আছে যে গাছের ছায়ায়
যে গাছে মৌমাছি মধু আহরণ করে জমা রাখে
সেই গাছের নিচে...
সেখানে অনেক বকের মেলা বসেছে।
হঠাৎ;-
বক গুলো সব উড়ে গেল দূর নভনীল দিগন্তে..
ওদের পথের শেষ মনে হয় -
ভূপৃষ্ঠ চিরে যেখানে নতুন গাছের জন্ম হয়েছে।