দুপুরে স্ফটিক রোদে-
চারিপাশে শব্দহীন তৃপ্তি সুরে পাখিদের কুহু ডাক
নীরবে পাতাদের নড়াচড়া, কত রঙিন দৃশ্যে তাপ।
সূর্যমুখে তাকিয়ে থাকার ফলে কিছু ইলিউশন দর্শন।
কবিতায় আবেশিত প্রেমিকার দাবি-তাঁর চোখে চোখ
যেন সূর্য মুখে চোখ।


তোমার চোখের পাপড়ি যে কবির ছন্দহারা কবিতার ছেড়াপাতা;
তোমার চোখে যে বিস্মৃতির সমগ্র কবিতার প্রকাশনা;


একাগ্রচিত্তে সূর্য মুখে-
মুখোমুখি হয়ে তোমার চোখে-
আমার খুঁজে পাওয়া শুধু ইলিউশন,মোহ এবং তৃষ্ণা।
ধারনার অবয়ব অবলোকন অন্ধ অদৃশ্যে।
নিজস্ব ছায়ার মৃত্যু সূর্যাস্তে!
সন্ধা বেলার মনটেজ-
মনের কথার অপচয় গোধূলি আলোতে!
আর কিচ্ছু নয়
শূন্য! এরপর সবকিছু...