লাইনে এসেও চলে যাও
কথা তো আর হয় না
এই দুঃখ তো আর সয় না।
একলা রাতে ভর দুপুরে
তোমার কথা আমার মাথায় ঘোরে
তবুও তো তুমি নক দেও না।
দুঃখ বুনে আমার মনে
ঘুমাও তুমি শান্তি করে
আমার কষ্ট ও-ই শুধু যায় না-
তোমার সাথে আমার কথা হয় না।
জানি তুমি নক দিবে
মধ্য রাতে বসন্ত কালেই
এই কথা ভেবে আমি
শান্তি পাই একটু একটু করে..


প্রতি সকাল বিকাল রাতে
আমি ভাবি শুধু তোমার মেসেজ
এই আসলো বলে
তবে কই?
মেসেজ তো আসলো না!
হয়তো আর আসবে না?
তোমার সাথে আমার কথাও আর হলো না।
না হলো ছাতার-মাথা
বললাম না কথা
শুনলাম শুধু গান
দেখা হবে একদিন তোমার সাথে
সঙ্গে রাখবো তখন অভিমান..