ভিতর কে বাহির করে নতুন বছরের ক্যালেন্ডারের ন্যায় আকাশে টানাই


শুধু শূন্য আকাশ দেখতে পাই


নীলে নীলে মিশে মিশে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে
মেঘেরা উদাস হাওয়ায় উরে যায়


একা চাঁদ অনিঃশেষ সৌন্দর্য ছড়িয়ে দেয়


অকৃত্রিম আলো, বিরল আলোছায়া


ছবির কবি খুঁজে চলে রঙের অনুপ্রেরণা-


সুরের মূর্ছনা


পাঁজর ভেঙে পালিয়ে আসা নীল পাখি


সুরে সুরে বসে বসে গেয়ে যায় গান  


ভ্রান্ত মনে কবির চোখে ভাসে প্রেরণার রঙ


জলরাশি হেসে হেসে কেঁদে ওঠে


কবি যায় ভেসে ভেসে ছবির নিকটে  


তবে প্রদীপের নিভে যাওয়া আলোয় যাদের বদ্ধ সংসার


তাদের ছায়াকে একহতে দেখে, নীল পাখির বিবাগী উড়াল  


ক্যানভাসে অর্ধসমাপ্ত রাঙা সুর রক্তের মতো গড়িয়ে গড়িয়ে পড়ে


পাখি উরে যায় মুক্ত প্রাণের স্লোগান গেয়ে মৃতদের শহরের দিকে


কবি ছুটে যায় তার পিছু পিছু পথে পথে


শুধু সৌন্দর্য থেকে যায় অতিশয় ঔজ্বল্যে


শুধু সৌন্দর্য থেকে যায় হৃদয়স্পর্শে


শুধু সৌন্দর্য থেকে যায়।