মন ভালো নেই
মন ভালো কিভাবে করা যায় তাও জানা নেই
বিষন্ন রাত্রি, সবাই মিথ্যা বলার সঙ্গি
আক্ষেপ, ভীষণ আক্ষেপ
কেউ নেই আমার
কেউ ছিলোও না কখনো
ভালোবাসা দিয়েও কাউকে পাইনা আমি
আদেও কি পাবো না কখনো?
সবকিছুই হয়তো মায়ার খেলা,মিথ্যার খেলা,ধ্বংসের খেলা..
আমরা সবাই হয়তো এই খেলাঘরের বাসিন্দা
হয়তো এই খেলাঘরের নাম জেলখানা
আমি হয়তো ওই জেলখানার কয়েদি
আমার কক্ষ নাম্বার ৩০৪
এই জেলের একটা নিয়ম আছে,
নতুন কয়েদি আসলে একটা অন্ধ শকুন কথা বলতে আসে..
আমার সাথেও কথা হয়েছিল এবং বলেছিল
এই জেলে থাকলে নাকি মন ভালো না থাকার রোগ হয়...
আমি হয়তো এই রোগের এক হতভাগা রুগী
কেউ কি জানো এই রোগের ঔষধ কি?
হয়তো গলা ছেরে গান গাওয়া, চিৎকার করা
কিন্তু আমি তো একা গলা ছেরে গাইতে জানিনা, চিৎকার করতে জানিনা...
আমি শুধু মেঘ দেখে হাসতে জানি
কান্না করতে জানি না
বিষন্নতা কাটাতে জানিনা
আমি হয়তো সারাজীবন এই জেলেই থেকে যাবো...
আমাকে হয়তো কেউ সাহায্য হাত বাড়ানোর মতো করে সিগারেট আর দিবে না..
হয়তো আমার মৃত্যু এই জেলেই হবে, তারপর
হয়তো এই জেলে কেউ আর মেঘ দেখে হাসবে না,
হয়তো হাসবে, কিন্তু আমি জানবো না?
তাই ভাবছি এই জেলের নাম আমি বিষন্নতা রাখবো
কারণ এখানে বিষন্ন রোগ উৎপাদন হয়,
এখানে বিষন্ন কয়েদি উৎপাদন হয়!