তোমার চলে যাওয়া যেন -
আমার হৃদয় কে করেছে শূন্য কলসি!
তোমার হৃদয় ছিল সমুদ্রের প্রশান্তি জলে ভর্তি;
যে জলে ডুবিয়া, কাঁদিয়া, হাসিয়া, গাহিয়া
আমার হৃদয়ে জাগিয়ে ছিলে অতলান্ত ভালোবাসার ফুর্তি।
সে হৃদয় হ্রদে নৌকা বাহার অনুমতি দিত তোমার কালো কৃষ্ণ হরিণ আঁখি।
তোমার হাসি যে ছিল সে হৃদয়ে কবির শরৎ নীল আকাশ।
মাঝে মাঝে দুঃখ ঘনিয়া আসতো
যেমন আসে নীল আকাশে কালো মেঘ বারবার।
বৃষ্টি পড়লে -
দুজনে পালাতাম নিয়ে একটি ছাতা
খুঁজে পেলেও পেতাম কোথাও কোনো ঠাই।
চোখে রাখিয়া চোখ -
বুঝিতাম তোমার চোখের ঔজ্জ্বল্য ও ঠোঁটের ছোঁয়াই ছিল প্রকৃত সুখ!
অথচ এখন ঝরালো বৃষ্টি দিনে, যদি না পাই ধরার মতো তোমার উষ্ণ হাত..
এ অভাব আমি কীভাবে মেটাবো?