জীবন মদ আর যৌবনের জলসা ঘরে
          আমি এক অধম --- গৃহত্যাগী ভিক্ষুক,
বাস্তবতার কণ্টক জোয়াল আজ আমার ঘাড়ে
           টানতে হবে কেয়ামতের পরেও,
মদ স্পর্শ করবো না সহস্রবার পণ করেও
           জলসা ঘরে ভিক্ষার টাকায় মদ খাই,
এখনও আমি মদকে প্রচণ্ড ঘৃণা করি
           মদ হৃদয়কে কুরে কুরে খায় --- সে ব্যথাও অনুভব করি
আর যৌবনকে ফাঁসি দিয়েছে ঐ নীল বারাঙ্গনা
           সকাল না হতেই --- ভোরের একটু আগে,


এখন বাকি সময়টুকু শুধুই জীবন নিয়ে ভাবতে চাই
           হে অন্তর্যামী ---
                অন্তত তুমি আমার জীবনটুকু রক্ষা করো!