হে অর্ন্তযামী শ্বামী ---
আমার একমুঠো অন্ন ছিল না
ইজ্জত ঢাকার বস্ত্র ছিল না
হাতে কলম ছিল না
আকাশে চাঁদ ছিল না
জীবনের একটুও মান ছিল না
স্ত্রী পুত্র কন্যা ছিল না
সুখ শান্তি এবং ঘুম ছিল না
চাওয়া ছিল কিন্তু পাওয়া ছিল না
এমনকি --- তোমার সন্বন্ধে জ্ঞানও ছিল না,


হে অর্ন্তযামী শ্বামী ---
আজ আমি সব পেয়েছি
এখন শুধু তোমাকে চাই!
                তোমাকে চাই!!
                তোমাকে চাই!!!