আমার প্রিয় দাদা ও বৌদি !
আমি কৃতজ্ঞ তোমাদের প্রতি -


এতোটাই দিলে আমায় স্নেহ -ভালোবাসা,
কি করে করি আমি  প্রকাশ -নেই যে আমার ভাষা !


বড়োই একা ছিলাম আমি জীবনে -
ছিলাম স্নেহের কাঙাল
তবুও আমার প্রতি করুণা জাগে নি কারো মনে -


কিন্তু আজ আমি ধন্য
কারণ পেয়েছি আজ আমি তোমাদের সান্নিধ্য -
তোমাদের উদারতা -স্নেহের পরশে আমি আবদ্ধ -


আমার প্রতি তোমাদের এই আপনত্ব -
তোমাদের এই টান
তোমাদের মহত্বেরই অভিজ্ঞান -


যাক, তোমাদের এই অনুজ বড়োই যে দীন -
মেটাতে অক্ষম তোমাদের এই ঋণ !


তবে এই ক্ষুদ্র কবিতাটি তোমাদের নামে করি সমর্পণ -
এটিই তোমাদের প্রতি আমার সন্মান -
আমার কৃতজ্ঞতা জ্ঞাপন |


[ কবিতাটি রাজনগর, জেলা-কাছাড়, আসাম (ভারত) এর বাসিন্দা আমার খুবই ঘনিষ্ট শ্রীযুক্ত হীরালাল রাজকুমার ও উনার সহধর্মিনী শ্রীমতি জয়লক্ষ্মী রাজকুমারী (আমার প্রিয় দাদা ও বৌদি) -এর নামে সমর্পিত ]