এই সুন্দর ধরা প্রকৃতিরই গড়া -


বিশ্বের যতো গাছ-পালা প্রকৃতির গলার মালা -


জল, মাটি, বাতাস, বৃষ্টি -
সবই তো প্রকৃতির সৃষ্টি |


প্রকৃতিই দিয়েছে বেঁচে থাকার পরিবেশ
কিন্তু আমরা করছি এটি নিজ হাতে শেষ -


শিল্প কেন্দ্রের দূষিত বর্জ্য ও আম্লিক গ্যাস
অবিরাম নস্ট করে চলেছে পরিবেশ -


জল, মাটি, বাতাস হচ্ছে নষ্ট
তবুও নেই আমাদের চিন্তা, নেই কষ্ট -


কোথাও হয় এসিড বৃষ্টি,
সেদিকে নেই আমাদের দৃষ্টি -


শুনেছি আমরা উষ্ণায়নের কথা,
এ বিষয়ে নেই আমাদের মাথা ব্যথা -


নিরন্তর চলছে আমাদের ধ্বংসলীলা -
নিজেদের মতলবে কেটে চলছি গাছ -পালা -


এভাবেই করছি আমরা প্রকৃতির বুকে কুঠারাঘাত -
এক মুহুর্তও থেমে নেই আমাদের ধ্বংসের হাত -


নিজেদের পায়ে নিজেরাই মারছি কুড়ুল
তবুও বুঝি না, করছি কতো বড়োই না ভুল -


এই সবুজ গ্রহ প্রকৃতিরই দান
কিন্তু আমরা রাখছি কি প্রকৃতির মান?


বন -জঙ্গল করছি বিনাশ - করছি প্রকৃতির ক্ষতি
তবুও ভাবি না একটি বার, কি হবে আমাদের গতি !


আমরা মানব নাকি দানব?