ব্যস্ত জীবন আমার, সময় থাকে না হাতে -
এটুকু খালি সময় যদি জুটে
তা কাজে লাগাই কবিতার খাতে,
তবে এটিতেও শুনতে হয় অনেক কথা -


গিন্নি বলে, "কাজ নেই আর খেয়ে তোমার,
ঘর -সংসার ছেড়ে কবিতাকে করেছো গলার হার !"
আরো বলে, "ছেলেটি শিখছে না পড়া
সেদিকে নেই ধ্যান তোমার,
কবিতা নিয়ে হয়েছো আত্মহারা !"


আমার সময়ের বড়োই অভাব
তবুও কবিতার প্রতি রয়েছে ভাব  -
ভেবে পাই না,  কি দেবো তাকে জবাব ! -