যদি থাকতো টাকা
তাহলে এভাবে হতাশার বলি হয়ে বাঁচতে হতো না || -
অযথা ঠাট্টা -বিদ্রুপ -অপমান সইতে হতো না |


যদি থাকতো টাকা
তাহলে দিক -বিদিক জ্ঞান শুন্য হয়ে মাতালের মতো
এদিক ওদিক ছুটা ছুটি করতে হতো না |-
অভাব -অনটন -ক্ষিদের যন্ত্রনায় দেহ -মন দুর্বল হয়ে ভেঙে পড়তো না |


যদি থাকতো টাকা
তাহলে জীবনটা উপভোগ করা যেতো -
জীবনটা অর্থবহ হতো ও
বেঁচে থাকার কারণ খুজে পাওয়া যেতো |-


যদি থাকতো টাকা
তাহলে এভাবে জীবনটা নিরস মরুভূমিতে পরিণত হতো না | ............