আমি চলছি একটা অজানা পথে -
পথহারা পথিকেরই মতো
দূর থেকে দুরে -আরো দূরে -সুদূরে
আমি চলছি হেঁটে হেঁটে
অভিমানী, হিংসুক, রাক্ষুসে পথের স্পর্শ থেকে
নিজেকে সরিয়ে নিতে -


আমি চলছি এগিয়ে
অন্ধকার রাতের
কালো হাতের
প্রবল আঘাত থেকে নিজেকে সামলাতে -


তবুও হায়,  
কেটে উঠে না নির্দয় পথের দৃঢ় বন্ধন ! -
ঘুচে না কঠোরতা,
তাই হৃদয়ে জাগে হাহাকার -
জাগে অসহ্য যন্ত্রনা
আর চোখের জল ঝরে অবিরাম -


তবুও আমি চলছি..........


অন্ধকারের মাঝেও
কোনো একটা উদ্দীপনার কাছে জীবন পণ করে,
স্বপ্নের হাতে ধরা দিয়ে
তারপর - তারপর
তারই আলোকে আলোকিত হয়ে আমি চলছি | -


আমি চলছি একটা অজানা পথে............